Image

ঘোলের স্বাদে হারিয়ে যাওয়া

সলপ এর ঘোল: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় সলপ স্টেশন কে ঘিরে গড়ে উঠেছে এই ঘোল ও মাঠার দোকান। ইতিমধ্যে তারা তাদের ঘোল ও মাঠার বিশেষ স্বাদ দিয়ে সারা জেলায় প্রচুর খ্যাতি অর্জন করেছেন বুড়ো জোয়ান সকলের বয়সের খাবার রসিক এবং ভ্রমন পিপাসুর নিকট। কেননা প্রতিদিনই জেলার নানা প্রান্ত থেকে এই অমৃত অয়ানীয় স্বাদ নিতে আসেন অনেকেই সাথে করে নিয়েও যান। সলপের এই ঘোল এর স্বাদ নিতে আপনাকে প্রথমে যেতে হবে দেশের যে কোন প্রান্ত থেকে সিরাজগঞ্জ রোডে, সেখান থেকে উল্লাপাড়া উপজেলা & সেখান থেকে ভ্যানযোগে সলপ স্টেশন আর সেখানেই সসলপ এলএর ঘোল। এই ঘোল খাওয়ার পাশাপাশি ঘুরে দেখা যায় উল্লাপাড়া সোনতলা ব্রীজ, ঘুটিয়া ব্রীজ আর সিরাজগঞ্জ রোড হতে ২০ মিনিটের দুরুত্বে অবস্থিত প্রাচীন প্রত্নতত্ত্ব নবরত্ন মন্দির এর।

ঘুরতে গিয়ে & আপনার আশে পাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনার নৈতিক দ্বায়িত্ব

0 comments

Leave a comment

Login To Comment