
ফ্রি সমুদ্র দর্শন
কক্সবাজারসমুদ্র সৈকতে বিভিন্ন রঙের রেস্টচেয়ার দেখতে পাওয়া যায়। এর মাঝে নীল রঙেরচেয়ারগুলো সম্পূর্ণ ফ্রি! বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে বসানো এইরেস্টচেয়ারে শুয়ে সমুদ্র উপভোগ করতে আপনাকে কোনো ব্যয় করতে হবে না।
এগুলো রাষ্ট্রীয় সম্পদ। নিজে ব্যবহারের পর, অপরের জন্য ব্যবহারোপযোগী করে রাখুন।