Image

পাহাড়ি কন্যা : বান্দরবন

রাতের ট্রেনে উঠে পড়লাম ১০ বন্ধু গন্তব্য বান্দরবন। ভোরে চট্টগ্রাম নেমে সবাই বান্দরবনের বাসে উঠে পড়লাম। নতুন এক শহর, সবকিছু অচেনা অজানা। বান্দরবন যখন পৌছালাম তখন ঘড়িতে ঠিক ১২ টা বাজে, হাতে সময় কম সকালের নাস্তা না করেই অটোতে উঠে চললাম স্বর্ন মন্দিরে। ওখান থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে বাসের টিকেটট কেটে উঠে পড়লাম থানচির বাসে। পাহাড়ের পাশ ঘেষে ছুটে চললো আমাদের বাস,  মাঝে মাঝেই মেঘ চারদিকে ঘিরে ধরে, আর নিচের গিরি খাদ যেনো ঈশ্বরের নিজ হাতের নিপূন কারুকাজ। সন্ধ্যার পর পৌছে গেলাম। পাহাড়ে রাত আগে হওয়ায় থানচি কুটিরে আমাদের ব্যাগ রেখে রাতের খাবার খেতে নিচে চলে আসলাম। এক জনপদ অন্য এক সংস্কৃতি, অন্য ধারার জীবন যাপন অবলোকন করলাম। রাতে কুটিরের সামনে ক্যাম্পফায়ার করলাম সাথে নিজেদের আড্ডা নাচ,গান। থানচি আমদের মুগ্ধ করে তার রূপে।

  •  পাহাড়ের দেশে একদিন
  •  Bangladesh
  •  বান্দরবন
  •  Bus
  •  থানচি কুটির
  •  স্থানীয় হোটেল
  •  কম খরচে বাংলাদেশের রূপ খুঁজে বের করা যায়।

0 comments

Leave a comment

Login To Comment