Image

বিরিশিরির পথে পথে

আকাশ মেঘলা হয়ে আছে। ক্ষণে ক্ষণে মেঘ সরে সরেও যাচ্ছে। আমি আর বন্ধু তুষার বের হয়ে গেছি বিরিশিরির পথে। রাস্তায় কয়েকবার ঝিরিঝিরি বৃষ্টি আক্রমণ করলেও আমরা দমে যায়নি। আমাদের তো যেতে হবেই। অদ্ভুতভাবে ছয় সাত মিনিট এগিয়ে যেতেই আবার কড়া রোদ্দুর এসে পড়ে। এই রোদ এই বৃষ্টি এভাবে এগিয়ে যাচ্ছে আমাদের পথ। বাইক নিয়ে যখন তারাকান্দা বাজারে এসে হাজির তখন গুগল ম্যাপ ব্যবহার করে পথ খুঁজে নিলাম শ্যামগঞ্জের রাস্তা। শ্যামগঞ্জ থেকে সোজা রাস্তায় ডেংগার মোড় এসে আমাদের খুঁজে নিতে হলো দূর্গাপুরের রাস্তা। দুর্গাপুর উপজেলাতেই আমাদের কাঙ্ক্ষিত চিনামাটির পাহাড় বিরিশিরি। দুর্গাপুরে এসে সোমেশ্বরী নদী পার হতে হয় নৌকায় করে৷ বাইক যাত্রী পার করতেই মাঝারি সাইজের নৌকা আছে এখানে। টলমলে এই পাহাড়ি নদী দেখেই মনে হলো আমরা অন্য এক স্বর্গে চলে এসেছি। নৈসর্গিক এই নদী থেকে ভারতের পাহাড় হাতছানি দেয়। তারপর নদী পার হয়ে সোজা চলে যাই পাহাড়ে। এখানে আছে সুন্দর কিছু হৃদ। আর চিনামাটির সুন্দর পাহাড়।            

  •  বিরিশিরির পথে পথে
  •  Bangladesh
  •  বিরিশিরি, নেত্রকোনা
  •  Motorcycle
  •  Hotel
  •  ভাত

0 comments

Leave a comment

Login To Comment