Image

সাদা পাথরের দেশে

 

 

 •  সাদা পাথরের দেশে
 •  Bangladesh
 •  ভোলাগঞ্জ , সিলেট
 •  Sadapathorer dese
   Sadapathorer dese
   সাদা পাথরের দেশে
   সাদা পাথরের দেশে
 •  Car (Hire)
 •  দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে। থাকতে হবে সিলেট শহরে । ভোলাগঞ্জে এখন ভালো মানের থাকার মত কোন হোটেল নেই
 •  ভোলাগঞ্জে বাজারে বেশ কিছু খাবারের দোকান আছে সেখানে মাংস , ডিম দিয়ে দুপুরের খাবার সেরে নিতে পারেন। খরচ পড়বে জনপ্রতি ৮০ থেকে ১০০ টাকা
 •  সিলেট নগরীর আম্বরখানা থেকে সিএনজি চালিত অটোরিকশা চলে সিলেট কোম্পানীগঞ্জ রুটে। ২০০ টাকা জনপ্রতি ভাড়ায় কোম্পানীগঞ্জের টুকের বাজারে নামতে হবে। টুকের বাজার থেকেই ট্রলারে চলে যেতে পারেন সাদা পাথরের দেশ খ্যাত ভোলাগঞ্জের জিরো পয়েন্টে । কোম্পানীগঞ্জ পৌঁছে টুকের বাজার ঘাট থেকে ট্রলারে সাদা পাথর পৌঁছাতে ৩০ মিনিটের মতো সময় লাগবে। যাওয়া-আসায় নৌকা ভাড়া পড়বে ১০০০-১২০০ টাকা। তাছাড়া মাইক্রবাস ভাড়া করেও যেতে পারেন ভাড়া নেবে ৫০০০ টাকা থেকে ৭০০০ টাকা।

0 comments

Leave a comment

Login To Comment