Image

Mom

অনেক দিন ধরে বাবা মা আর ভাইয়ের সাথে  কোথাও ঘুরতে যাওয়া হয় না। ঢাকা থেকে গ্রামের বাড়িতে যখন যায় তখন হঠাৎ শুনি বাবা মারা যায়। তারপর আর কোথাও যাওয়া হয় নাই আবার। মা ভেঙে পরেছিল প্রায় ।সেজন্য   ভাই ভাবলো কোথাও যাওয়া যাক ।সবার মতামত দরকা। ভাই বলেন সিলেট আর আমি বলি চল রাজ্ঞামাতি যায় না ।অনেক বছর হলো মা ও একটু শান্তি পাবে। ঠিক আাছে পরের মাসে যাবো।

 পরের মাস আসলো গেলাম রাজ্ঞামাতি অনেক জায়গায় যায় নতুন নতুন জায়গা দেখি, অাবার যায় শুভলং ঝড়নায়  ও খানে গিয়েছিল আমার আর ভাইয়ের পেন্ট ছিরে যায় আহা মায়ের  বোকা আবার যায় সাজোক ভেলি অনেক সুন্দর অপুরুপ লীলাভূমি কি যে সুন্দ। 

হঠাৎ করে আমার কলেজ থেকে  খবর আসে আমি স্কলারসিপ পায় । মালেশিয়া আাহা আাবার আনন্দর  খবর। তারপর মা একটু  ভালো হয় আমি শীল আসি ঢাকায়  কলেজে যায় ।তারপর আবার নতুন জীবন।                   

  •  মায়ের আনন্দ
  •  Bangladesh
  •  Rangamati
  •  Bus
  •  Anly any hue
  •  sedol
  •  Huna e

0 comments

Leave a comment

Login To Comment