Image

গজারিয়া, মুন্সিগঞ্জ

গজারিয়া, মুন্সিগঞ্জ এ 😍 ঢাকা থেকে মাত্র ১ ঘন্টা দূরে!

বাজেট ফ্রেন্ডলি মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে ঘুরে আসতে পারেন আপনার বন্ধুদের/ পরিবার কে নিয়ে সারাদিন/ রাত্রিযাপন করতে। সবুজ, খোলামেলা ও মনোরম পরিবেশ আপনাকে ঢাকার যানজট ও ধুলোবালির কথা কিছু সময়ের জন্য ভুলিয়ে দিবে।

যা যা আছে এখানেঃ
১৪টি এসি/ নন এসি কটেজ ও স্যুট, একটি সুইমিং পুল, রেস্তোরাঁ যা মিনি চাইনিজ ও বাংলা খাবার সার্ভ করে, হরিণ, বানর ও নানা ধরনের পাখি সম্বলিত একটি মিনি চিড়িয়াখানা, বোটিং- স্পিডবোট/ প্যাডেল বোট/ওয়াটার সাইকেল, পিকনিক স্পট ও চিল্ড্রেনস কর্নার।

কিভাবে যাবেনঃ
এটি প্রথম মেঘনা ব্রিজ থেকে মাত্র ১ কিঃমিঃ দূরে। পার্সোনাল কার না হলে গুলিস্তান থেকে যেকোন দাউদকান্দিগামী বাসে উঠে বলবেন "বালুয়াকান্দি" নামিয়ে দিতে। ব্যাস ওখানে কাউকে জিগ্যেস করলেই ৫ মিনিটে পৌঁছে যাবেন মেঘনা ভিলেজে।

0 comments

Leave a comment

Login To Comment