Discussion Forum


  1. Image
    Posted by Emon Asaduzaman| 12 Jun, 2020 11:06 PM

    টাঙ্গুয়ার হাওরে প্রথম যাত্রা

    প্রথম যাত্রা শুরু টাঙ্গুয়ার উদ্দেশ্যে,হাওর এলাকায় অনেক আগে প্রবেশ করলেও মূল হাওরে তখনো প্রবেশ করিনি আমরা,কয়েক ঘন্টা নিরবিচ্ছিন্ন যাত্রার পরে চোখে যেন কিছুটা দৃষ্টি বিভ্রম দেখা দিল। দৃষ্টি বিভ্রমই বটে, নাহলে দেশের সবচেয়ে সমতল এলাকা, মাইলের পর মাইলে হাওরের জলা, এখানে পাহাড় আসবে কোথা থেকে? চোখ ভালমত রগড়ে আবার তাকালাম, আরে পাহাড়ইতো! তাও চা বাগানের ছোট খাট টিলা নয় একবারে সুউচ্চ পাহাড়, অনেকটা টেকনাফ থেকে আরাকানের পাহাড় দেখতে যেমন লাগে সে রকম পাহাড়শ্রেণী। হতবিহবল অবস্থা কাটালেন দলের একজন, অনেকটা ঘোষণা দেবার ভঙ্গীতে বললেন– মেঘালয়! মেঘালয়!! তাই তো, আমরা এখন সীমান্তবর্তী এলাকায়, দূরে মেঘালয়ের পাহাড়শ্রেনী আবছাভাবে দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় মেঘ জমে আছে, দূর থেকে মনে হচ্ছে পেজাঁ তুলোর ভেলা ভীড় করে আছে, সহযাত্রীদের কেউ বলে উঠল যথার্থ নাম মেঘালয়- মেঘের আলয়।