‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হইতে দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশির বিন্দু...’

বাংলাদেশকে আমরা কতটা চিনি? ঘুরে ফিরে কতটা দেখা হয় এদেশের রূপ? দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে অজস্র সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট, যা খুব বেশি মানুষ চেনে না। এমন সব জায়গার খোঁজে আবারও শুরু হয়েছে ‘রুচি অদখো বাংলার খোঁজে সিজন টু’।

৭০০ শব্দের মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অজানা-অদেখা সুন্দর সব জায়গার বিবরণ সাবমিট করুন, সাথে জায়গাটির ছবি বা ভিডিও । আর জিতে নিন এক্সাইটিং পুরস্কার!


বিচারক

ইনাম আল হক

ইনাম আল হক

প্রখ্যাত পাখি বিশারদ, ফটোগ্রাফার, লেখক ও ট্র্যাভেলার। পাখি নিয়ে গবেষণা করতে ছুটে বেড়িয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তিনি প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশী হিসেবে উত্তর মেরু এবং অ্যান্টার্কটিকা জয় করেছেন।

তানভীর অপু

তারেক অণু

তারেক অণু একাধারে একজন ট্র্যাভেলার, পর্বতারোহী, ফটোগ্রাফার, লেখক এবং পাখি গবেষক। ২০০৭ সালে ইনাম আল হকের সাথে ‘নর্থ পোল ম্যারাথন’ দলের অংশ হয়ে উত্তর মেরু জয় করেন। এছাড়াও প্রথম বাংলাদেশী হিসেবে আল্পস পর্বতের সর্বোচ্চ শিখর মঁ ব্লাঁ জয় করেছেন তিনি। পাঠকের জন্য নিজের ভ্রমণের গল্পগুলোকে লিপিবদ্ধ করেছেন বইয়ে এবং ব্লগে।

পুরস্কার


সেরা ৩ বিজয়ী পাবেন একটি করে
DJI Osmo Pocket 2 Creator Combo