নিয়মাবলি

অংশগ্রহণের আগে অবশ্যই নিচের নিয়মাবলি ভালো করে পড়ে নিন।
১. ‘রুচি অদেখা বাংলার খোঁজে Season 2’ কনটেস্টে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অদেখা সৌন্দর্যের বিবরণ ছবি বা ভিডিওসহ সাবমিট করতে হবে।
২. বিবরণ অবশ্যই ৫০০-৭০০ শব্দের মধ্যে হতে হবে।
৩. ছবি আপলোডের ক্ষেত্রে ফাইল সাইজ কোনোভাবেই ৫ মেগাবাইটের বেশি হতে পারবে না।
৪. ভিডিও আপলোডের ক্ষেত্রে ফাইল সাইজ কোনোভাবেই ১৫০ মেগাবাইটের বেশি হতে পারবে না।
৫. সাবমিট করার শেষ সময় আগামী ১৪ অক্টোবর, ২০২৩।
৬. একটি অ্যাকাউন্ট থেকে একবারই সাবমিট করা যাবে। একাধিকবার সাবমিট করা হলে সাবমিশনটি বাতিল বলে গণ্য হবে।
৭. অংশগ্রহণের জন্য ruchiexplorelimitless.com এ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
৮. অংশগ্রহণের সময় কোনো ভুল তথ্য দিলে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
৯. সেরা ৩ বিজয়ী পাবেন একটি করে DJI Osmo Pocket 2 Creator Combo Action Camera
১০. প্রতিযোগিতায় সাবমিট করা ছবি বা ভিডিও রুচি প্রমোশনাল কাজে ব্যবহার করতে পারবে।
১১. বিজয়ীদের ব্যাপারে বিচারক এবং পাবলিক ভোটিং-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১২. প্রতিযোগীতার বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৩. স্কয়ার গ্রুপের কোনো কর্মকর্তা এই কনটেস্টে অংশ নিতে পারবেন না।
১৪. রুচি যেকোনো সময় কনটেস্টের নিয়ম পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করতে পারবে।