প্রতিযোগীঃ Rakibul Islam

আসসালামুআলাইকুম,, দেখতে অনেকটা সিলেটের বিছানাকান্দির মতো হলেও লাকমার কপালে তেমন পরিচিতি জোটেনি। সড়কের পাশে উঁচু জমিতে আমন ধানের কাঁচা ঘ্রাণ, হাওরের স্বচ্ছ নীল জলে জেলেদের ব্যস্ততা দেখতে দেখতে চলে আসি সীমান্তবর্তী এলাকা টেকেরঘাটে।মেঘালয় পর্বতমালার ভাঁজে ভাঁজে সবুজের আস্তর। সবুজ পাহাড়ের বুক বেয়ে নেমে এসেছে সরু ঝরনা। হিমশীতল স্বচ্ছ জলরাশি নিজ সুরে কলকল করছে। ছড়ার পানিতে দাপাদাপি করছে লাকমা গ্রামের দুরন্ত শিশু-কিশোর। ছড়ার বুকজুড়ে চুনাপাথর ছড়ানো। শরতের আকাশে শুভ্র মেঘের আলিঙ্গন। কখনো নীলের ছায়া। সুদূরে ঝুলন্ত ব্রিজ। লাকমাছড়ার ওপরে ভারতীয়রা যোগাযোগের জন্য এটি নির্মাণ করেছে। পাহাড়ি এ সেতুটিও দেখতে দারুণ। একদিকে এমন মনলোভা লাকমা, আরেক দিকে হাওরের বিশালতা। লাকমাছড়া পা রেখেই চোখে শোভা পায় এমন সুন্দরের ছটা। প্রথম দেখায় আমাদের সফরসঙ্গী একজন বলে উঠল বাহ.! কী অদ্ভুত সুন্দর এ যেন প্রকৃতির স্বর্গরাজ্য। লাকমাছড়া যেন সাদা পাথর আর বিছনাকান্দির সখা। ★প্যাকেজ এর বিস্তারিত নিচে দেওয়া হলোঃ- ঢাকা থেকে প্রতিদিন অনেক ধরনের ট্যুরিষ্ট গ্রুপ সুনামগঞ্জ যায়। তাদের ২দিন ১ রাত এর প্যাকেজ এ লাকমা ছড়া বাদেও আরো ৩ টা স্পটে ঘোরার সুযোগ পাবেন। ★খরচসমূহঃ- বাস ভারা+২দিন ১রাত এর ৬ চার বেলা খাবার এবং ২সকাল এর নাস্তা..হাউজ বোট এ পুরা ট্যুর এ যাত্রা শুরু থেকে শেষ...বারেক টিলা...শিমুল বাগান...নীলাদ্রি লেক এবং লাকমা ছড়া... তবে অনেকেই এটা জানেন না যে বারেক টিলা এর ঐ খানে আরও একটা স্পট আছে সাদা পাথর এভং ঝুম ঝর্ণা যেটা আপনার পার্সোনাল টাকা দিয়ে যেতে হবে। আপনাদের জন্য একটা ফ্রী স্পট দেখাবে সেটা হলো ওয়াচ-টাওয়ার এবং ঐ খানে বোট থামিয়ে হাওরের ফ্রেস পানিতে গোসোল করতে পারবেন। সবকিছু মিলিয়ে আপনি যদি নরমাল প্যাকেজ বুক করেন তাহলে আপনার মোট ৪০০০৳ এর মধ্যে লাগবে... আর লাক্সারি প্যাকেজ এ ১২০০০-১৫০০০ ৳ এর মতো লাগবে ১ জনের মোট খরচ...

Already have an account?

Login to vote

Do not have an account?

Create Account to vote