প্রতিযোগীঃ Najmul

বরিশাল শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এ উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা, হারতার কালবিলা, পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাগধা ও খাজুরিয়া গ্রামের বিস্তীর্ণ এলাকা নিয়ে এ বিল। এক পলকে মনে হবে, লাল শাপলার কোনো চাদর। পুরো বিলজুড়ে বিছানো শাপলা। তাই গ্রামটির নামই হয়ে গেছে 'শাপলা বিল'। সবাই এই নামে ডাকে উত্তর সাতলা গ্রামটিকে।বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামে প্রাকৃতিকভাবেই এই শাপলার অবারিত রঙ্গিন রুপ যে কাউকে মুগ্ধ করবে। রুপসী বাংলার এই রুপের প্রশংসা এখন গ্রাম ছাড়িয়ে দেশ-দেশান্তরে। ✅ কখন যাবেন শাপলা গ্রাম সারাবছরই কম বেশি শাপলা ফুল ফুটে থাকে এই বিলে। মার্চ থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত শাপলার সমারোহ থাকে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে বেশি শাপলা ফুটে থাকে। ✅ বরিশাল শহর থেকে যেভাবে যাবেন বরিশাল নগর থেকে সড়কপথে এ শাপলার বিলের দূরত্ব দুদিক থেকে দুরকম। নগরের নথুল্লাবাদ থেকে গৌরনদী ও আগৈলঝাড়ার পয়সারহাট হয়ে শাপলার বিলে যেতে চাইলে ৬১ কিলোমিটার পথ। আর উজিরপুর পৌর শহর ও হারতা হয়ে বিলে যেতে চাইলে ৫১ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। ✅ খরচ কত? বরিশালে থেকে বাসযোগে আগৈলঝাড়ার পয়সারহাট বা উজিরপুরের ধামুরা পৌঁছে থ্রি হুইলার ও মোটরসাইকেলে যাওয়া যাবে বিলেভ। সেখানে যানবাহনভেদে জনপ্রতি ২০০-৩০০ টাকা খরচ হতে পারে। সড়ক পথে বরিশাল থেকে সরাসরি ব্যক্তিগত বা ভাড়া করা যানবাহনেও যাওয়া যাবে শাপলার বিলে। সেক্ষেত্রে যানবাহনভেদে ৬০০ থেকে ৪ হাজার টাকা খরচ হতে পারে। এরপর বিলের পানিতে ভেসে শাপলা ফুলের মাঝে ঘুরে বেড়াতে জনপ্রতি ও ঘণ্টা হিসেবে নৌকা পাওয়া যাবে। এ ক্ষেত্রে নৌকাপ্রতি ১০০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা খরচ হতে পারে।

Already have an account?

Login to vote

Do not have an account?

Create Account to vote